অতীন্দ্র চক্রবর্তীর পেজ, 'সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র' ট্যালেন্ট হাঙ্ক 2020 পর অতীন্দ্র চক্রবর্তী এবার ছোটদের নিয়ে ট্যালেন্ট হাঙ্ক জুনিয়ার মিউজিক কম্পিটিশন এর আয়োজন করেছিলেন।
সেখানে প্রচুর গানের ভিডিও আসে রাজ্যের নানা জেলা এমনকি রাজ্যের বাইরে থেকেও। টোটাল 184 ভিডিও আসে।টপ টোয়েন্টি সিলেক্ট করা হয়। এই টপটয়েন্টি ভিডিও পোস্ট হয় সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র ফেসবুক পেজে 15 ই আগস্ট রাতে।
২০th আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় ভিউ এর উপর ভিত্তি করে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড উইনার ঘোষণা করা হয়।
সুহানি সরকার ফার্স্ট উইনার হয়, অরণ্য মল্লিক চৌধুরী উত্তর 24 পরগনার সেকেন্ড এবং কোয়েনা কামিল্যা বাঁকুড়া থেকে থার্ড উইনার হয়।ফার্স্ট , সেকেন্ড ,থার্ড দের জন্য মিস্টার চক্রবর্তী অ্যাওয়ার্ড ও গিফটের ব্যবস্থা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন